(The Mog Nation Wiki, an archive)

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসে পড়েছে একটি অবিস্ফোরিত মর্টারশেল। স্থানীয় প্রশাসন বলছে, মিয়ানমার সেনাবাহিনী ঘুমধুম তুমব্রু উত্তর পাড়ায় এই মর্টারশেল নিক্ষেপ করেছে।
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) জানিয়েছে, তারাও ঘটনা শুনেছে। বিস্তারিত তথ্যের জন্য খোঁজ নেয়া হচ্ছে।
তুমব্রু উত্তর পাড়ায় মসজিদের পাশে রোববার বেলা আড়াইটার দিকে মর্টারশেলটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, ‘বড় একটি আওয়াজ হয়েছিল। যার কারণে স্থানীয়দের সেখান থেকে সরিয়ে আনা হচ্ছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির জ্যেষ্ঠ এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘ঘুমধুমের তুমব্রু উত্তর পাড়ায় ভারী অস্ত্র নিক্ষেপ করেছে মিয়ানমার সেনাবাহিনী। মর্টারের গোলা ১২০এমএমইউ০০.৮০‘০৬ মডেলের।’
বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘মিয়ানমার সীমান্তে ওদের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে ঝামেলা চলছে। আমরাও বিষয়টি জেনেছি। যা কিছু ঘটছে, মিয়ানমারের অভ্যন্তরে। আমরাও সতর্ক আছি।’
বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পয়েন্টে মর্টারশেল নিক্ষেপ হয়েছে কি না তা জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘এটা আমরাও শুনেছি। এখন পর্যন্ত এই ব্যাপারে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে।’
End Notes and External links
- source: “বাংলাদেশের মাটিতে মিয়ানমারের মর্টারশেল” | Bangla24.com
The Mog Nation Wiki
Kyaw Zaw Oo
- Kyaw Zaw Oo’s Blog
- Kyaw Zaw Oo | Facebook
- ကျော်ဇောဦး | Facebook
- Kyaw Zaw Oo | Twitter

