রাখাইন রাজ্য

(The Mog Nation Wiki, an archive)

রাখাইন রাজ্য (বর্মী: ရခိုင်ပြည်နယ် রাখাইন উচ্চারণ [ɹəkʰàiɴ pɹènè] রাখাইঁ প্রেনেবর্মী উচ্চারণ: [jəkʰàiɴ pjìnɛ̀] ইয়াখাইঁ প্‌য়িনে; সাবেক আরাকান অঞ্চলবার্মার একটি প্রদেশ, পশ্চিম উপকূলে অবস্থিত। এর উত্তরে ছিন রাজ্য, পূর্বে ম্যাগওয়ে অঞ্চল, ব্যাগো অঞ্চল এবং আয়েইয়ারওয়াদি অঞ্চল, পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ। আরাকান পর্বত, যার সর্বোচ্চ চূড়া ভিক্টোরিয়া শৃঙ্গের উচ্চতা ৩,০৬৩ মিটার (১০,০৪৯ ফু) , রাখাইন প্রদেশকে মূল বার্মা থেকে পৃথক করে রেখেছে। রাখাইন রাজ্যে চেদুবা এবং মাইঙ্গান দ্বীপের মত বড় কিছু দ্বীপ আছে। রাখাইন রাজ্যের আয়তন ৩৬,৭৬২ বর্গকিলোমিটার (১৪,১৯৪ মা) এবং এর রাজধানীর নাম সিত্তে (বর্মী: စစ်တွေ রাখাইন উচ্চারণ সাইক্‌টুয়েসিক্‌টুয়ে; সাবেক আকিয়াব)।[২]

নামকরণ

ধারণা করা হয় রাখাইন শব্দটি এসেছে পালিশব্দ “রাক্ষপুরা” (সংস্কৃতঃ রাক্ষসপুরা) থেকে যার অর্থ রাক্ষসদের দেশ।[৩] খুব সম্ভবত এই অঞ্চলে বাস করা নেগ্রিটো অধিবাসিদের জন্য এই নাম দেয়া হয়। রাখাইন রাজ্য নিজেদের ঐতিহ্য এবং নৈতিকতা ধরে রাখতে এই নামটিই বহাল রেখেছে। তাদের ভাষায় রাখাইন শব্দের অর্থ, যে নিজের জাতিসত্ত্বা ধরে রাখে।[৪] রাখাইন ভাষায় তারা তাদের দেশকে রাখাইনপ্রে। রাখাইন আদিবাসিরা অবশ্য বলে রাখাইনথা।

ধারণা করা হয় যে, ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে ‘রাখাইন’ নামটি পর্তুগিজ অপভ্রংশে ‘আরাকান’ নামে পরিবর্তিত হয়, যা এখনো ইংরেজিতে সমানভাবে জনপ্রিয়।[৫]

ইতিহাস

শিক্ষাব্যবস্থা

ইয়াঙ্গুন এবং মান্দালয়ের বাইরে মায়ানমারে শিক্ষাসুবিধা অতি মাত্রায় অপ্রতুল। রাখাইন রাজ্যের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সরকারী বিদ্যালয়ের সারাংশ তুলে ধরা হলোঃ[৬]

২০১৩-১৪ শিক্ষাবছরপ্রাথমিকমধ্যউচ্চ
বিদ্যালয়২,৫১৫১৩৭৬৯
শিক্ষক১১,০৪৫২,৯০৯১,৩৩৭
ছাত্র৩,৭০,৪৩১১,০০,৫৬৬২৬,৬৭১

রাজ্যের প্রধান বিশ্ববিদ্যালয় হচ্ছে সিত্তে বিশ্ববিদ্যালয়

স্বাস্থ্যসেবা

মায়ানমারের স্বাস্থ্যসেবার মান খুবই করুণ। সামরিক জান্তা সরকার তাদের জিডিপির শতকরা ০.৫%-৩% স্বাস্থ্যখাতে ব্যয় করে যা পৃথিবী দেশসমূহের মধ্যে সব থেকে কম।[৭][৮] স্বাস্থ্যসেবা বিনামূল্য হলেও সরকারী ক্লিনিক এবং হাসপাতালসমূহে রোগীকে ওষুধ এবং চিকিৎসার খরচ বহন করতে হয়। ইয়াঙ্গুন এবং মান্ডালায় এর বাইরে স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রতিষ্ঠানের দৈন্য দশা, রাখাইন রাজ্যের মত দুর্গম স্থানে নেই বললেই চলে। রাখাইন রাজ্যের হাসপাতালে অল্প কিছু বিছানা আছে। নিচে রাজ্যের সরকারি স্বাস্থ্যসেবার তথ্য তুলে ধরা হলোঃ[৯]

২০০২-২০০৩# হাসপাতাল# বিছানা
বিশেষায়িত হাসপাতাল
বিশেষজ্ঞ সেবা সহ জেনারেল হাসপাতাল২০০
জেনারেল হাসপাতাল১৬৫৫৩
স্বাস্থ্য ক্লিনিক২৪৩৮৪
সর্বমোট৪১১,১৩৭

তথ্যসূত্র

  1.  Mratt Kyaw Thu (২০ জুন ২০১৪)। “Rakhine State Chief Minister resigns”। Mizzima। ২২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৪।
  2.  http://www.themimu.info/docs/MIMU696v01_110707_Planning%20Map%20for%20Rakhine%20State_Eng.pdf[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Rakhine State Map
  3.  Chowdhury, Abdul Hoque. (১৯৯৪)। Prācīna Ārākāna Roẏāiṅgā Hindu o Baṛuẏā Baudha adhibāsī। Bāṃlā Ekāḍemī (Bangladesh) (1st ed সংস্করণ)। Ḍhākā: Bāṃlā Ekāḍemī। আইএসবিএন 9840729438। ওসিএলসি 36051538
  4.  စန္ဒမာလာလင်္ကာရ။ ရခိုင်ရာဇဝင်သစ် ရခိုင်သမိုင်း ၊ ၁၅ ၊ ၁၈ ရာစု။
  5.  For example, see Staff (2009) “An Introduction To The Toponymy Of Burma” ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ অক্টোবর ২০০৮ তারিখে The Permanent Committee of Geographic Names (PCGN), United Kingdom
  6.  “United Nations Statistic Department for data for Myanmar”। Education Statistical Year Book, 2013_2014। ২০১৫-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-১৫।
  7.  “PPI: Almost Half of All World Health Spending is in the United States”। ২০০৭-০১-১৭। ২০১১-০৪-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-০৫।
  8.  Yasmin Anwar (২০০৭-০৬-২৮)। 06.28.2007 “Burma junta faulted for rampant diseases” |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। UC Berkeley News।
  9.  “Hospitals and Dispensaries by State and Division”। Myanmar Central Statistical Organization। ২০১১-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১৯।

  • Last updated on 21st February 2022



The Mog Nation Wiki