আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী | BD24Live.com

Published: 11:10 AM, 19 January 2022

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২২

সম্পাদনা: মিফতাহুল জান্নাত | সাব এডিটর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও সাথে যুদ্ধ নয়, তবে আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ। বুধবার (১৯ জানুয়ারি)সকালে সেনাবাহিনীর ডিএসএসসি গ্রাজুয়েশন কোর্স ২০২১ সনদ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, নিজ দেশে রোহিঙ্গাদের ফেরত নিয়ে মিয়ানমারের সাথে আলোচলা অব্যাহত রয়েছে। খুব শিঘ্রই এর সমাধান হবে বলে আশা রাখি।

নিজেকে সেনাপরিবারের সদস্য উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, আমার দুই ভাই আর্মি অফিসার ছিল। ক্যাপ্টেন শেখ কামাল একজন উদ্যমী সৃজনশীল ও প্রাণবন্ত সেনা অফিসার ছিলেন। ঢাকা সেনানিবাসস্থ দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন শেখ জামাল।

বক্তব্যে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের প্রতি তাগাদা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

আরেফিন/নি.এ

(end)

Link =>

https://www.bd24live.com/bangla/434122/

===

ছবি ইন্টারনেট
The Mog Nation Wiki

Leave a comment